বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে নোবিপ্রবিতে কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠিত

প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবুল হোসেনসহ নোবিপ্রবি বিভিন্ন বিভাগের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে এ উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ও প্রশাসনিক ভবনের সামনে কেক কাটে শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন। এছাড়াও কেক কাটা অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবি বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর, দপ্তরসমূহের পরিচালকবৃন্দ এবং ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web