রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:৪৯ পূর্বাহ্ন
মুজাহিদুল ইসলাম সোহেল,নোয়াখালী: প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশে ভারসাম্য ফিরে পেতে নোয়াখালীর সুবর্ণচরে তাল গাছের বীজ রোপন শুরু হয়েছে। পাশাপাশি তালগাছের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করতে নেয়া হয়েছে নানা উদ্যোগ।
কৃষি বিভাগের সহায়তায় নোয়াখালী ,ফেনী,লক্ষীপুর,চট্টগ্রামও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তাল গাছের চারা রোপন ও বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা চর আমান উল্যাহ ইউপির কাটাবুনিয়া সড়কে এ কর্মসূচী পালন করা হয়।উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো.কামাল উদ্দিনের সঞ্চালনায় তাল গাছ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন নোয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো.রফিকুল ইসলাম.প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইবনুল হাসান ইভেন।
এ সময় মো.ইবনুল হাসান ইভেন বলেন, প্রাকৃতিক দূর্যোগ বজ্রপাত প্রতিরোধের লক্ষ্যে সকলকে বেশি বেশি তাল গাছ রোপনের আহবান করেন।এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর কৃষি কর্মকর্তা মো.শহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও এলাকার নেতৃৃস্থানীয় ব্যক্তি , কর্মকর্তাবৃন্দ ও কৃষকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply