রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:০৯ পূর্বাহ্ন
প্রতিবেদক: গেল ২৪ ঘন্টায় ২১ জনসহ করোনায় মৃতের সংখ্যা ৫ হাজার ৪৪০ জনে দাঁড়িয়েছে। এছাড়া গেল ২৪ ঘন্টায় ১০৯টি ল্যাবে ১৩ হাজার ৮৮টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৩ হাজার ৩২টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১ হাজার ৫২০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৩ হাজার ১৫১ জনে। বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৮ জন এবং মোট সুস্থ ২ লাখ ৮৬ হাজার ৬৩১ জন। এছাড়া নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার ১১ দশমিক ৬৬ শতাংশ এবং এ পর্যন্ত করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৪১ শতাংশ। অন্যদিকে, শনাক্ত রোগী বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৬ শতাংশ এবং সুস্থতার হার ৭৬ দশমিক ৮১ শতাংশ বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর একদিন আগে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে করোনায় আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যুর খবর জানানো হয়। আর নতুন করে ১ হাজার ৪৯৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। আর ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৬৫১ জন।
এদিকে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৮২ হাজার ৩৩১ জন। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ লাখ ৫৫ হাজার ২৮৬ জন মানুষের। এছাড়া বিশ্বব্যাপী সুস্থ হয়েছে ২ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৫২২ জন।
Leave a Reply