বুধবার কুমিল্লা সেনানিবাসে এমআর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে রেজিমেন্টাল কালার ও পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় সেনাপ্রধান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা মহামারিতে দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথেজীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। এ কাজের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যকে অভিনন্দন। দেশের সার্বিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা তা সমকালীন বিশ্বের সেনাবাহিনীসমূহের মধ্যে শ্রেষ্ঠতম।
অনুষ্ঠানে সেনাপ্রধান কুমিল্লা সেনাবাহিনীর ৬টি ইউনিটকে মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ন অবদান, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ন অবদান এবং বিবিধ প্রশিক্ষণ ও অপারেশনাল সাফল্যের স্বীকৃতি সরূপ কালার ও পতাকা প্রদান করেন।
এর আগে, সেনাপ্রধান অনুষ্ঠানস্থলে আসলে তাকে অভ্যর্থনা জানান কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস। এছাড়া তিনি সে সময় কুমিল্লা সেনানিবাসের সুশৃঙ্খল কুচকাওয়াজ উপভোগ করেন।
Leave a Reply