বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৮:৪৬ পূর্বাহ্ন
প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জেসহ সারা দেশে ধর্ষণ নারী নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের গ্রেফতার করে এর বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে আলোক প্রজ্জ্বলন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বসুরহাট বাজারের বঙ্গবন্ধু চত্তরে এই কর্মসূচি পালিত হয়। এসময় কর্মসূচিতে অংশ নেয়া প্রত্যেকের হাতে একটি করে মোমবাতি ছিল।
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না বলেন, নারী নিপীড়নকারী ধর্ষকের কোনো দল মত নেই। আমরা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সকল ধর্ষণ-নিপীড়নের কঠিন শাস্তি দাবি করছি।
এ সময় আলোক প্রজ্জলনে আরো অংশগ্রহণ করেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই ফরহাদ চৌধুরী, বসুরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি আব্দুল আউয়াল মানিক, সাধারণ সম্পাদক জাকির হোসেন হৃদয়, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নুর মোহাম্মদ রাহিম, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ প্রমূখ।
Leave a Reply