April 13, 2021, 6:54 pm
প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানি করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলার ৩ নং আসামি কালামকে থানায় হস্তান্তর করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
বুধবার রাত ১১টার দিকে র্যাব-১১ এর একটি দল তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে।
এর আগে বুধবার, ভোর সাড়ে পাঁচটার দিকে কালামকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সেখানে সে আত্মগোপনে ছিলো। ওই গৃহবধূকে নির্যাতনের দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল। কালাম দেলোয়ার বাহিনীর একজন সক্রিয় সদস্য বলেও স্বীকার করেছে। তাকে রাতেই বেগমগঞ্জ থানায় হস্তান্তর হয়েছে বলে জানান র্যাব কমকর্তা।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন উর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ধর্ষণ চেষ্টার মামলার ৩নং আসামিকে কালামকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।
Leave a Reply