শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৮:৩৭ অপরাহ্ন
বেগমগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় মূূলহোতা দেলোয়ারের আরো এক সহযোগী মাঈনউদ্দিন শাহেদকে গ্রেফতার করেছে পুলিশ।এনিয়ে ঘটনার মূলহোতা দেলোয়ার ও মামলার প্রধান আসামি বাদল সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দিনগত রাতে অভিযান চালিয়ে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ একলাশপুর থেকে তাকে আটক করে।
জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টিমের মাধ্যমে অভিযান চালিয়েন দেলোয়ারের সহযোগী শাহেদ গ্রেফতার করতে সক্ষম হই। এ ঘটনায় অন্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৫ জনকে আদালতে সোর্পদ করলে আদালত পৃথক পৃথকভাবে তাদের রিমান্ড মঞ্জুর করে।
এরআগে, রোববার রাত ১টায় নির্যাতিতা বাদী হয়ে বাদলকে প্রধান আসামি করে ৯ জনের বিরূদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে পৃথক ২টি মামলা দায়ের করে।
প্রসঙ্গত, রোববার (৪ অক্টোবর) দুপুরের দিকে ঘটনার ৩২দিন পর গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে তা ভাইরাল হয়ে গেলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। ঘটনার পর থেকে গত ৩২ দিন অভিযুক্ত স্থানীয় দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা নির্যাতিতা গৃহবধূর পরিবারকে কিছু দিন অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তার পুরো পরিবারকে বসত বাড়ি ছাড়তে বাধ্য করলে পুরো ঘটনা দীর্ঘদিন স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে থাকে। পরে ঘটনার জানাজানি হলে পুলিশ ও র্যাব কয়েক দফায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি সহ এপর্যন্ত ১০জনকে আটক করেছে।
Leave a Reply