শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৫:২৩ পূর্বাহ্ন

নোয়াখালীর সুবর্ণচরে কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির গণশুনানী

নোয়াখালী প্রতিনিধি:সিডিএসপি-বি প্রকল্পভুক্ত এলাকায় সুবর্ণচর উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি কর্তৃক ভূমিহীন পরিবার বাছাইয়ের লক্ষ্যে গণশুনানির আয়োজন করা হয়েছে। এতে ১শ ভূমিহীন পরিবারের সদস্য অংশগ্রহণ করেন। মঙ্গলবার দুপুরে উপজেলার হাজী ইদ্রিস বাজারে খোলা মাঠে গণশুনানি আয়োজন করেন সুবর্ণচর উপজেলা প্রশাসন।এতে প্রান্তিক অঞ্চলের উক্ত শুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্র্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিডিএসপি-বি ভূমি বন্দোবস্ত উপদেষ্টা রেজাউল করিম, এবং নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবু ইউসুফ ।

এছাড়াও শুনানিতে উপস্থিত ছিলেন,সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মো.ইবনূল হাসান ইভেন, সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আরিফুর রহমান, সুবর্ণচর উপজেলার স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। শুনানিতে উপস্থিত ভূমিহীন পরিবারের উদ্দেশ্য জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, খাস জমি বন্দোবস্ত দেয়ার নাম করে কেউ যদি অর্থ দাবি করেন তবে তা যেন তাঁকে সরাসরি অবহিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web