বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৩১ পূর্বাহ্ন
সালাহ উদ্দিন সুমন: নোয়াখালী জেলার প্রবীণ সাংবাদিক নোয়াখালী প্রেসক্লাবের সদস্য আহসান উল্যা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে দশটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
পারিবারিক সূত্রে জানা যায় তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি শারীরিক ভাবে নানাবিধ রোগে আক্রান্ত অবস্থায় থেকে নিজ বাড়িতেই মারা যান।
শনিবার বাদ আসর নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের করমূল্যাপুর গ্রামের ইয়াসিন ভূইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যু কালে স্ত্রী,এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য অত্বীয় স্বজন এবং গুনগ্রাহী রেখে যান।মরহুম আহসান উল্যা মাষ্টার ছাত্র জীবন শেষে প্রথমে শিক্ষকতায় যোগ দেন। পরবর্তীতে শিক্ষকতা ছেড়ে সাংবাদিকতা পেশায় যোগ দিয়ে সততা ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন।বিভিন্ন পত্রিকায় কাজ করলেও মৃত্যু কালে তিনি দৈনিক ভোরের ডাক এবং ইংরেজি দৈনিক পত্রিকা The daily Earth এর নোয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
Leave a Reply