বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৭:১৪ পূর্বাহ্ন
প্রতিবেদক: বাহরাইনে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর সেনবাগ উপজেরার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।
নিহত মো.ইব্রাহীম হিরন (২৪) উপজেলার অর্জূনতলা ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইদিলপুর গ্রামের উত্তর পাড়া বারেক সর্দার বাড়ির আবু তাহেরের ছেলে।
গত সোমবার সন্ধ্যায় বাহরাইনের কর্মস্তল থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে বাহরাইনের হামেলা নামক স্থানে সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়। । পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অজূনতলা ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল ক্দ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, জীবিকার সন্ধানে ২০১৭ সালে চাকুরি নিয়ে বাহরাইনে যান হিরন। হাসপাতালের নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ সে দেশের হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে। লাশ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছে নিহতের পরিবার।
Leave a Reply