বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৭:২১ পূর্বাহ্ন
বেগমগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে বিল্লাল হাসেন সুমন (৩২) নামে এক যুবককে কিশোরী (১৬) কে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) ধর্ষক সুমনকে আসামি করে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই কিশোরীর ভুক্তভোগী বাবা। মামলা দায়েরের পর শনিবার দিবাগত রাতে সুমনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত সুমন উপজেলার চৌমুহনী পৌর করিমপুর আলো ব্যাপারি বাড়ীর খালপাড়ের কামাল উদ্দিন ওরফে হুক্কার ছেলে।
এর আগে, গত শুক্রবার রাত ২টার দিকে উপজেলার চৌমুহনী পৌর এলাকায় করিমপুরে বসতঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে ওই কিশোরীকে ধর্ষণ করে ওই যুবক।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নির্যাতিত ওই কিশোরীর বাবা বাদী হয়ে শনিবার ধর্ষক সুমনকে আসামি করে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপরই ধর্ষক সুমনকে গ্রেফতার করে পুলিশ।
Leave a Reply