শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:১৬ অপরাহ্ন
প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ায় ঘরে ঢুকে কলেজ ছাত্রীকে (১৮) ধর্ষণের চেষ্টার করেছে এক যুবক । ওই সময় ওই কলেজ ছাত্রীর বাবা বাধা দিলে তাকে মারধর করে স্থানীয় রাজু বাহিনীর সদস্য প্রেমলাল দাস ও তার ভাই বাবু লাল দাস।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯ টায় উপজেলার চর ইশ্বর ইউনিয়নের ৬নং খাসের হাট বাজারের গামছাখালী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বখাটে সন্ত্রাসী প্রেমলাল দাস (৩০) গামছাখালী গ্রামের শংকর দাসের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, রাজু বাহিনীর সদস্য প্রেমলাল দাস এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ রাজু বাহিনীর একাধিক সদস্যের ভয়ে স্থানীয় স্কুল কলেজ পড়ুয়া অনেক ছাত্রী এলাকা ছেড়ে অন্যত্র থেকে পড়া লেখা করছে। অভিযোগ রয়েছে, ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় এক জনপ্রতিনিধিসহ চেষ্টা চালাচ্ছে একটি মহল।
ভুক্তভোগী কলজে ছাত্রী হাতিয়া আদর্শ মহিলা কলেজের দাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং গামছখালী গ্রামের বাসিন্দা ।
এ বিষয়ে ভুক্তভোগী কলেজ ছাত্রীর বাবা জানান, এ বিষয়ে তিনি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন। পরে ইউএনও এবং ভূমি কমিশনার বুধবার দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইমরান হোসেন বলেন, মৌখিক ভাবে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে বুধবার রাত সাড়ে ৭টার দিকে পুলিশ পাঠানো হয়েছে। তবে ভুক্তভোগী পরিবার থানায় কোন অভিযোগ করেননি।
Leave a Reply