শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:০৫ অপরাহ্ন
প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্চের চৌমুহনী পৌরসভার পৌর করিমপুর এলাকার সমবায় মার্কেটের ঢাকা আবাসিক হোটেল থেকে পুলিশ নরসিংদী পৌরসভার এক বাসিন্দার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।
এ সময় একটি সুইসাইউ নোটও উদ্ধার করেছে পুলিশ। সে সুইসাইড নোটে লিখে, শহীদ নামে এক ব্যক্তির কাছে সে টাকা পাওনা ছিল।
রোববার রাত ১০টায় ঢাকা আবাসিক হোটের পঞ্চম তলার ৫৩৫ নং কক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. আলামিন (৩৮) নরসিংদী পৌরসভার কো-অপারেটিভ জুট মিলস এলাকার হাজারী পদ মন্ডলের ছেলে।
পুলিশ বলছে, ওই ব্যক্তি গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া নেয়। রোববার (১ নভেম্বর) সন্ধ্যার দিকে তার ভাড়া কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে হোটেলের লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তবে ময়না তদন্তের রিপোট এর উপর ভিত্তি করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply