শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৯:৩০ পূর্বাহ্ন
প্রতিবেদক: নোয়াখালীর দ্বীপ উজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাটনি গ্রামের দীপংকর চন্দ্র দাসের ছেলে বিপ্লব চন্দ্র দাস (২৭) ও ফুলক চন্দ্র দাস (২৩) ইসলাম ধর্ম ও হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করায় আটক করে পুলিশে সোপর্দ করার পাশাপাশি মুসলমানদের মধ্যে এ নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
আটককৃতদের বাড়িতে একটি মন্দির থাকায় উত্তেজিত জনতার হাত থেকে ওই মন্দির রক্ষায় পুলিশ পাহারা বসানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেন্টার বাজারে আটক দুই ভাই প্রকাশ্যে ইসলাম ও হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করে। এ সময় উপস্থিত লোকজন তাদের কথা শুনে ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান,ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আটক আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলার আলোকে তাদেরকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া উত্তেজিত জনতার হাত থেকে মন্দির রক্ষায় পুলিশ পাহারা বসানো হয়েছে।
Leave a Reply