রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০১:৩৮ পূর্বাহ্ন
স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে হতাশায় ডুবলো বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তিন পেনাল্টি আর একটি আত্মঘাতি গোলে হেরেছে ৪-১ ব্যবধানে। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে ম্যানচেস্টার সিটি।
অ্যাস্টন ভিলার কাছে ৩-০ গোলে হেরেছে আর্সেনাল। ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়া স্টেডিয়ামে পরিকল্পিত আক্রমনে করিম বেনাজামার নৈপুন্যে ২৩ মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৩৫ মিনিটে লুকাস ভাসকেসের হাতে বল লাগলে পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া। ঘটনাবহুল পেনাল্টিতে মুসার ভুলে প্রথম শট বাতিল করেন রেফরি।
ফিরতি স্পট কিকে লক্ষ্যভেদ করে দলকে সমতা এনে দেন সোলের। ৪৩ মিনিটে ভারানের আত্মঘাতি গোলে ব্যবধান দ্বিগুন হয় ভ্যালেন্সিয়ার। ম্যাচের নিয়ন্ত্রন নিতে থাকে স্বাগতিকরা। বিরতির পর আরো দুটি পেনাল্টির সুযোগে রিয়ালের জালে বল জড়াতে ভুল হয়নি সোলের। হ্যাটট্রিক পুরন করেন এই মিডফিল্ডার। ম্যাচ থেকে ছিটকে যায় রিয়াল মাদ্রিদ। লিগে দ্বিতীয় পরাজয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থতে নেমে গেছে জিনেদিন জিদানের দল। গ্রানাদাকে ২-০ গোলে হারানো রিয়াল সোসিয়েদাদ ২০ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
Leave a Reply