বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:০০ পূর্বাহ্ন
প্রতিবেদক: নোয়াখালীর চৌমুহনী পৌরসভা আওয়ামীলীগের কমিটি ভেঙ্গে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করার প্রতিবাদে পদ বঞ্চিত সাবেক কমিটি বিক্ষোভ সমাবেশ করেছে।
সোমাবর রাত ৮টায় চৌমুহনী পাবলিক হল চত্বরে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন চৌমুহনী পৌর সভার মেয়র ও বিগত কমিটির সভাপতি আক্তার হোসেন ফয়সাল, সাধারন সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপু, উপজেলা যুবলীগের আহবায়ক ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর হোসেন মাসুদ প্রমূখ।
বক্তারা উক্ত আহবায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে দ্রুত তা বাতিলের দাবি জানান এবং এ আহবায়ক কমিটিকে কেন্দ্র করে যে কোন অপ্রীতিকর ঘটনার জন্য উপজেলা কমিটিকে এর দায় নিতে হবে বলেও হুশিয়ারি করা হয়।
Leave a Reply