বুধবার, ২৯ জুন ২০২২, ০৪:৫৪ অপরাহ্ন
প্রতিবেদক: ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফল না মেনে জালিয়াতির অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ঐতিহ্যকে খাটো করার অপচেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিকে, ভোট গণনায় অনিয়ম বা জালিয়াতির কোন প্রমাণ না পাওয়ার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা।
সিবিএস টেলিভিশনের অনুষ্ঠান সিক্সটি মিনিটসে সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনসহ নানা বিষয়ে কথা বলেন ওবামা। বলেন, ক্ষমতা আকড়ে থাকতে ট্রাম্পের বর্তমান কর্মকাণ্ড মার্কিন গণতন্ত্রের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করছে। এসব করে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ভয়াবহ রাস্তার দিকে ঠেলে দেয়া হচ্ছে বলেও মনে করছেন তিনি।
ভোট গণনা ও ফলাফল সুষ্ঠু হয়েছে জানার পরও কয়েকজন রিপাবলিকান নেতা ট্রাম্পের অভিযোগে সমর্থন দেয়ার বিষয় উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এদিকে, ভোট গণনায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগ প্রত্যাখ্যান করে যৌথ বিবৃতি দিয়েছে রাষ্ট্রীয় ও রাজ্যভিত্তিক নির্বাচনী কর্মকর্তারা।
যৌথ বিবৃতিটি প্রকাশ করে, ইলেকশন ইনফ্রাস্ট্রাকচার গভার্নমেন্ট কো-অর্ডিনেটিং কাউন্সিল। জানানো হয়, প্রাপ্ত ভোট সিস্টেম থেকে মুছে ফেলা বা বাদ দেয়ার অভিযোগ তদন্তের পর কোন প্রমাণ মেলেনি। এবার ভোটের যে নিরাপত্তা দেয়া হয়েছে তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন বলেও দাবি করা হয় বিবৃতিতে।
Leave a Reply