বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:২৮ পূর্বাহ্ন
প্রতিবেদক: ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনে উপনির্বাচনে ফলাফল বাতিল ও নাশকতার মামলায় বিএনপি নেতাকর্মীদের ধরপাকড়ের প্রতিবাদে সারাদেশে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।
শুক্রবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষণা অনুযায়ী, শনিবার ঢাকায় ও রবিবার জেলা শহরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। এরমধ্যে শনিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশও করবে দলটি।
ফখরুল বলেন, শনিবার জাতীয় প্রেস ক্লাবে যৌথ প্রতিবাদ সমাবেশ এবং রবিবার সারা দেশের সব জেলা সদরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঢাকা ও সিরাজগঞ্জের দু’টি আসনে উপনির্বাচনের দিন বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন, জাতীয় প্রেসক্লাব, গুলিস্তান, শাহবাগসহ বিভিন্ন স্থানে গণপরিবহনের বাস-মাইক্রোবাসে আগুন লাগানোর ঘটনা ঘটে।
এই ঘটনায় রমনা, শাহবাগ, পল্টন মডেল থানাসহ কয়েকটি থানায় ৯টি মামলা হয়েছে শুক্রবার।
ফখরুল বলেন, ‘আমাদের যে অভিজ্ঞতা আপনারাও জানেন দেখা যায় যে, এই সরকারের কিছু কিছু অংশ যারা আপনার বিভিন্নভাবে কাজ করে, কেউ কেউ এগুলোকে স্যাবোটাইজ করার জন্য এ ধরনের ঘটনা ঘটায়।
এটিও আমরা অতীতে দেখেছি-টু মেলাইন বিএনপি, এর আগেও এভাবে অভিযুক্ত করা হয়েছে বিভিন্ন সময়ে।’ ‘আমি স্পষ্টভাষায় বলতে চাই- বিএনপি এই রাজনীতি (বাসে আগুন) করে না।
আমরা মনে করি যে, আমাদের অভিজ্ঞতার থেকে বলছি আরকি-সরকারের কিছু এজেন্ট থাকে ‘এজেন্টস স্যাবোটিয়ার্স’-এ ধরনের ঘটনা ঘটিয়ে একটা আন্দোলন যেটি শুরু হচ্ছে বা হতে যাচ্ছে বা সেটি একটি ভালো জিনিসের জন্য এগিয়ে যাচ্ছে ওটাকে স্যাবোটাজ করার জন্য এ ধরনের ঘটনা ঘটায়।’
Leave a Reply