শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৮:১১ অপরাহ্ন
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার নুহাশপল্লীতে নানা আয়োজনের মধ্য দিযে পালিত হচ্ছে। এ আয়োজনের মধ্যে রয়েছে মোমবাতি প্রজ্বলন, কবর জিয়ারত, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে লেখককে স্মরণ।
গাজীপুরের নন্দনকানন নুহাশপল্লীতে লেখকের সমাধিতে তাকে স্মরণ করে ১ হাজার ১টি মোমবাতি প্রজ্বলন করা হয়। সকালে লেখকের পরিবার, নুহাশপল্লীর স্টাফ, ভক্ত পাঠক ও শুভানুধ্যায়ীরা লেখকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। কেক কাটা হয় লেখকের ম্যুরালের সামনে।
শুক্রবার এ সব আয়োজনে নুহাশপল্লীতে উপস্থিত হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও তাদের কনিষ্ঠ দুই পুত্র নিষাদ ও নিনিত। আরও ছিলেননুহাশপল্লীর স্টাফ, ভক্ত, পাঠক ও শুভানুধ্যায়ীরা।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত তিনি।
Leave a Reply