বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:৪২ অপরাহ্ন
প্রতিকেদক: নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট ও ছাতারপাইয়া বাজারে কাগজপত্রবিহীন অবৈধভাবে ব্যবসা করে আসা তিনটি বেসরকারি ডায়াগনস্টিক মেডিক্যাল সেন্টার ও প্যাথলজি সিলগালা করা হয়েছে।
শনিবার বিকালে সেনবাগ থানা পুলিশের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে উপজেলার কানকিরহাট বাজারে অবস্থিত জাহান মেডিক্যাল সেন্টার, ছাতারপাইয়া বাজারের জেনুইন মেডিক্যাল ল্যাব এন্ড কনসালটেশান সেন্টার ও শারমিন মেডিক্যাল সেন্টারে অভিযান চালিয়ে কোনো বৈধ কাগজপত্র না পাওয়ায় সিলগালা করা হয়।
নোয়াখালীর সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার জানান, জেলার কোথাও কোনো অবৈধ, কাগজপত্র বিহীন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ব্যবসা করতে দেওয়া হবে না। তারই ধারাবাহিকতায় শনিবার বিকালে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেনবাগ থানা পুলিশের সহযোগিতার সেনবাগ উপজেলার দুটি বাজারে অভিযান চালিয়ে কাগজপত্রবিহীন তিনটি প্রতিষ্ঠানকে সিলগালা করে।
তিনি আরো জানান, জেলা শহরসহ সব উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে ব্যবসা করতে পারবে না।
Leave a Reply