বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৪২ পূর্বাহ্ন

বিএনপি বার বার ব্যর্থ হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে শুরু করেছে: ওবায়দুল কাদের

সালাহ উদ্দিন সুমন,নোয়াখালী: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,জনবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে অর্থের যোগানদাতাদের খোঁজা হচ্ছে। যারা অর্থের সরবরাহ করছে তাদের বিচারের আওতায় আনা হবে।

তিনি সোমবার বিকালে নোয়াখালীর কবিরহাট উপজেলা সদরের হাজী ইদ্রিস চত্বরে এক স্মরণসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই কথা বলেন।

প্রয়াত সুধারাম থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও কবিরহাট উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজ উল্যাহ, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক বাঙ্গালী, কবিরহাট পৌরসভার কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আফসার রতন ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন এর স্মরণে এই সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। যারা মৃত্যুবরণ করেছেন তারাসহ সাম্প্রতিক করোনায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একটি শক্তিশালী ও গণমুখী সংগঠনের জন্য ঐক্যের বিকল্প নাই। সংগঠনের মজবুত জনভিত্তি তৈরি করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছোটখাট বিষয়ে মতের অমিল থাকলে তা মিটিয়ে ফেলতে হবে। নেত্রী শেখ হাসিনার নির্দেশ হচ্ছে, সাংগঠনিক অনৈক্য দূর করতে হবে। দলকে করতে হবে শক্তিশালী।

তিনি বলেন, ‘বিএনপি বার বার ব্যর্থ হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে শুরু করেছে। তারা আবারও আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তারা আবার বলে, তারা নাকি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়। দেশের মানুষ জানে ২০১৩-১৪ সালের আগুন সন্ত্রাসের কথা। তারা অস্বীকার করলেও জনগণ ভুলে যায়নি। এখনও সময় আছে। বিএনপি অপরাজনীতি থেকে ফিরে না এলে আগুনের লেলিহান শিখায় তাদের রাজনীতির অপমৃত্যু ঘটবে।’

মন্ত্রী আরও বলেন, ‘শান্তি-স্বস্তি নষ্ট করে, ভয়ের পরিবেশ তৈরি করতে তারা গুজব, অপপ্রচার ও আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। যারা এসব অপকর্ম, দেশবিরোধী কর্মকান্ড ও আগুন সন্ত্রাসের অর্থের যোগান দিচ্ছে তাদের বিচারের আওতায় আনার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। জনগণ, রাষ্ট্রের সম্পদ ও কারও জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন এজেন্ট পর্যন্ত দিতে পারে না। অথচ নির্বাচন হয়ে গেলে প্রতিবাদ করে।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান,কবিরহাট উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফার আবির,সাধারণ সম্পাদক নুরুজল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web