শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
নোয়াখালীতে ৫.৬ মাত্রার ভূকম্পন অনুভূত কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা, ভিডিও ভাইরাল নোয়াখালীতে সিএনজি-ট্রাক সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু, আহত-৩ সোনাইমুড়ীতে হত্যা মামলার আসামি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার নোয়াখালীতে ২০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন উৎসমুখর পরিবেশে বিভিন্ন দল, জোট ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল সাংবাদিকদের লাঞ্ছিত করায় চট্টগ্রামে আওয়ামী লীগের প্রার্থীকে শোকজ চাটখিলে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধুকে হত্যার অভিযোগ নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র জমা নোবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার ও প্রধান প্রকৌশলীর যোগদান

বেগমগঞ্জের একলাশপুরে সন্ত্রাসী হামলায় দোকান ভেঙ্গে তছনছ

বেগমগঞ্জ প্রতিনিধি: নোয়খালীর বেগমগঞ্জ উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীরা জমি দখলের উদ্দেশ্যে একটি দোকান ঘর ভেঙ্গে তছনছ করে দিয়েছে।

সোমবার গভীর রাতে একলাশপুর ইউনিয়নের ভিআইপ সড়কের রিকশা স্টান্ডে এই ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা দোকান মালিক সিরাজ মিয়াকে (৫৫) বেধড়ক পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও এর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ব্যাপারে মঙ্গলবার থানায় মামলা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একলাশপুর ইউনিয়নের ভিআইপ সড়কের রিকশা স্টান্ড এলাকার সিরাজ মিয়ার সাথে একই এলাকার আবদুল ওহাবের সাথে জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে সোমবার গভীর রাতে আবদুল ওহাবের নেতৃত্বে ১৫-২০ জন সশস্ত্র সন্ত্রাসী সিরাজ মিয়ার বাড়ির পাশে তার একটি দোকান ঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। সন্ত্রাসীরা হাতবোমা বিষ্ফোরণ ও ফাঁকা গুলি ছুঁড়ে পুরো এলাকায় আতংক সৃস্টি করে। এ সময় আবদুল ওহাবকে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে আহত করে। পরে সন্ত্রাসীরা দোকান ঘরের চালা, বেড়া ও খুঁটি সবকিছু ভেঙ্গে তছনছ করে আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে যায়।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামন শিকদার জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যপারে দোকানের মামলিক সিরাজ মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। অভিযুক্তদেরকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web