শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৭:২৮ পূর্বাহ্ন
চাটখিল প্রতিনিধি :নোয়াখালীর চাটখিল উপজেলায় বাল্য বিবাহ পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কনের পিতাকে ৫ হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামের তফদার বাড়ির আলি আহমদের অপ্রাপ্ত বয়স্ক মেয়ে সুমাইয়া আক্তারের সাথে পাশ্ববর্তী ইউনিয়নের এক যুবকের সাথে বাল্য বিবাহের আয়োজন করা হয়।
খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবু সালে মোহাম্মদ মোসা দুপুর ২টার দিকে কনের বাড়িতে অভিযান চালিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেয়। একই সাথে বাল্য বিবাহ নিরোধ আইনে কনের পিতাকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটখিলের ইউএনও আবু সালে মোহাম্মদ মোসা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, বর আসার আগেই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিবাহ বন্ধ করে দেওয়া হয়। এসময় মেয়ের পরিবারের কাছ থেকে অঙ্গীকার নেয়া হয় মেয়েটির পূর্ণাঙ্গ বয়সের আগে বিয়ে দিবেনা মর্মে।
Leave a Reply