শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:০৬ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন : করোনাকালীন সময়ে নোয়াখালী সদর উপজেলায় একনিষ্ঠভাবে নিজের কর্মদক্ষতা,নিষ্ঠা ও পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ শেরে বাংলা গোল্ড মেডেল-২০২০ পুরস্কার পেলেন নোয়াখালী সদর উপজেলার চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান। শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়।
রবিবার তার হাতে মেডেল এবং সার্টিফিকেট তুলে দেন শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের প্রতিনিধিগণ। সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য শামছুদ্দিন জেহানকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
এসময় তিনি বলেন, যে কোন ভালো কাজের স্বীকৃতি পেলে নিজের কাছেও ভালো লাগে। আমি চেষ্টা করেছি মহামারী করোনা ছাড়াও সবসময় জনগণের পাশে থাকার জন্য। কতৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এ পুরস্কার প্রদান করার জন্য ।
Leave a Reply