শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৭:৫৬ পূর্বাহ্ন
প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস (কভিড-১৯)। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১২ জন নারী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ছয় হাজার ৪৮৭ জন। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো দুই হাজার ১৫৬ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাড়ালো চার লাখ ৫৪ হাজার ১৪৬ জনে।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো দুই হাজার ৩০২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাড়ালো তিন লাখ ৬৯ হাজার ১৭৯ জনে।
গত ৮ মার্চ প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৪ নভেম্বর তা ছয় হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।
Leave a Reply