বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:১৬ অপরাহ্ন
প্রতিবেদক: ধর্ষক, নারী নির্যাতনকারী ও কিশোর গ্যাংসহ সব অপরাধীর বিরুদ্ধে দল-মত না দেখে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে প্রশাসনের কর্মকর্তাদেরই কার্যকর ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতির মধ্যেও প্রশিক্ষণ কোর্স যথাযথভাবে সম্পন্ন করায় প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে বলেই করোনা পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনীতি গতিশীল আছে। এসময় অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে কাজে লাগাতে নবীন কর্মকর্তাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
মানুষ যেন ন্যায় বিচার পায়, প্রশাসনের সর্বোচ্চ সেবা পায় সেদিকে লক্ষ্য রেখেই নবীন কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দেন তিনি। এসময় সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করার নির্দেশও দেন শেখ হাসিনা।
Leave a Reply