শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:২৮ পূর্বাহ্ন
প্রতিবেদক: নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে শাওন (১৯) ও একই এলাকার আবুল কাসেমের ছেলে মুরাদ (২১)।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা অর্জুনতলা ইউনিয়নের সিলোনিয়া বাজার থেকে পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি ষ্টিলের জিআই পাইপ উদ্ধার করা হয়।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানায়, আটকৃতদের সাথে অপর একটি গ্রুপের পূর্ব শক্রতার জের ধরে দ্বন্দ্ব চলছিল। ওই দ্বদ্বের জের ধরে শনিবার দুপরে আটকৃতদের নেতৃত্বে ওই গ্রুপের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল।
পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ওই দুই সদস্যকে ৩টি ষ্টিলের জিআই পাইপসহ মারামারির প্রস্তুতিকালে আটক করে। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে রোববার সকালে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Leave a Reply