শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ন
প্রতিবেদক: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২১ অনুযায়ী নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় মাস ব্যাপি ভলিবল প্রশিক্ষণ ৩০ নভেম্বর ২০২০ তারিখে বুড়িরচর শহীদ আলী আহমদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে আরম্ভ হয়।
প্রধান অতিথি হিসেবে জিয়া আলী মোবারক কল্লোল, চেয়ারম্যান, ৯ নং বুড়িরচর ইউনিয়ন উপস্থিত থেকে এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আলাউদ্দিন, জেলা ক্রীড়া অফিসার, নোয়াখালী। ফখরুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়াবিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইউসুফ, প্রধান শিক্ষক । কর্মসূচির আয়োজন করেন জেলা ক্রীড়া অফিস, নোয়াখালী। জেলা ক্রীড়া অফিসার বলেন আমাদের এই প্রশিক্ষণটি দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে দীর্ঘ ১ মাস যাবত চলবে। আগামী ৩০ ডিসেম্বর ২০২০ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান হবে।
দেশের তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করার উদ্দেশ্যেই আমাদের এই প্রশিক্ষণ কার্যক্রম। যাতে এই প্রতিভাবান খেলোয়ারদের আরো উন্নত প্রশিক্ষণ দিয়ে দেশ ও বিদেশে দেশের প্রতিনিধিত্ব করতে পারে এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার ক্রীড়া ক্ষেত্র যেন আরো উজ্জল করে দেশের সুনাম বয়ে আনতে পারে।
Leave a Reply