শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৮:২৯ অপরাহ্ন
প্রতিবেদক: জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে বের করা ভাস্কর্যবিরোধী মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ।
দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের উত্তর প্রাঙ্গণ থেকে ব্যানার ছাড়া একটি মিছিল বের হয়। ওই মিছিল থেকে ভাস্কর্যবিরোধী স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
মিছিলটি পল্টন মোড়ে পৌঁছালে পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যায়। পরে মসজিদের ভেতর অবস্থান নেয়া মুসল্লিদের একাংশ ভাস্কর্য এবং নাস্তিকদের বিরুদ্ধে নানা স্লোগান দেন। তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু বলেছেন, সভা-সমাবেশ নিষিদ্ধ থাকার তারপরও কিছু মুসল্লি বায়তুল মোকাররম থেকে বিক্ষোভের চেষ্টা চালিয়েছেন। জনগণের জান-মালের নিরাপত্তার স্বার্থে ভাস্কর্যবিরোধী মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে বলে জানান তিনি। কারা ভাস্কর্যবিরোধী মিছিলের আয়োজন করেছে তা জানা যায়নি বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের চারপাশে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছিলো আইন-শৃঙ্খলা বাহিনী।
রাজধানীর ধোলাইপাড় মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে সম্প্রতি বাংলাদেশে ধর্মভিত্তিক ইসলামিক সংগঠনগুলোর ভাস্কর্যবিরোধী অবস্থান তীব্র হয়। ভাস্কর্যকে মূর্তির সঙ্গে তুলনা করে এধরণের কার্যক্রম বন্ধের দাবি ওঠে। এতে সমর্থন দিয়েছে কয়েকটি রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বন্ধ না হলে তা ভেঙে ফেলারও হুমকি দিয়েছে কট্টরপন্থি ইসলামি দলগুলো।
Leave a Reply