সোমবার, ২৩ মে ২০২২, ০১:৪২ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন,নোয়াখালী : কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীণ ভাস্কর্য ভাঙচুরের ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নোয়াখালী জেলা আওয়ামীলীগ ও জেলা যুবলীগ।
রবিবার বিকালে দলীয় কার্যালয় সামনে নোয়াখালী জেলা যুবলীগের আহ্বায়ক বাবু ইমন ভট্টের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামছুদ্দিন জেহান, পৌর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মুন্না, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান, সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনানসহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগসহ অংঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ ।
Leave a Reply