শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:১৭ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপির নির্দেশে আসন্ন পৌর নির্বাচনে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদে নিজের প্রার্থীতা ঘোষণা করে প্রচারাভিযান শুরু করলেন বর্তমান কাউন্সিলর ফখরুদ্দীন মাহমুদ ফখরুল। শনিবার বিকেল থেকে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে আবারো মাঠে নামলেন তিনি।
সন্ধ্যা থেকে তার ৪৩ তম জন্মদিন উপলক্ষে ৯ নং ওয়ার্ডের ২১ টি স্থ’ানে জন্মদিন উদযাপন করেন তিনি।
একজন পরিচ্ছন রাজনীতিবিদ এবং কাউন্সিলর হিসেবে তিনি ইতোমধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। ৯নং ওয়ার্ডে যে উন্নয়ন করেছেন তিনি এতেই জনগণের মন জয় করে নিতে পেরেছেন। তার উন্নয়ন কর্মকান্ডে জনগণ সন্তুষ্ট।
আবারো কাউন্সিলর নির্বাচিত হলে একটি পরিছন্ন ওয়ার্ড গড়ে তুলবেন এবং অসমাপ্ত কাজগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান ফখরুদ্দিন মাহমুদ ফখরুল।
তিনি আরো বলেন ব্যবসায়ীরা যাতে নির্বিঘেœ ব্যবসা করতে পারে সে চেষ্টা করেছি সবসময় এবং আগামীতেও করবো । আমার ওয়ার্ডের কোন ব্যবসায়ী এখন বলতে পারবে না কাউকে এক টাকা চাঁদা দিতে হয়। আমি আবারো নির্বাচিত হলে দূর করবো চাঁদাবাজি ও সন্ত্রাস। মাদক ব্যবসায়ীরা যাতে আমার এলাকায় প্রভাব খাটাতে না পারে সেদিকে খেয়াল রাখা হবে। এসময় ৯ নং ওয়ার্ডের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে জন্মদিন উদযাপনে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, একাধিক বার নির্বাচিত কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ ফখরুল মহামারী করোনা কালীন সংকটে সকল ভীতি উপেক্ষা করে সার্বক্ষণিক সাধারণ মানুষের পাশে ছিলেন এবং ব্যক্তিগত তহবিল থেকে ৯ নং ওয়ার্ডের জনসাধারণের মাঝে প্রায় ২৫ লাখ টাকার খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেন।
Leave a Reply