বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:২০ অপরাহ্ন
প্রতিবেদক: বরুসিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠেছে রিয়াল মাদ্রিদ। জার্মান ক্লাবটির মাঠে প্রথম লেগ ১-১ গোলে ড্র করা মাদ্রিদ জায়ান্টরা কাল ঘরের মাঠে ২-০’তে জয় তুলে নেয়।
দু’টি গোলই করেন করিম বেঞ্জামা।
দেয়ালে পিঠ ঠেকা অবস্থায় ম্যাচের শুরুটা দারুণ করে ৯ মিনিটে গোলের দেখা পায় জিদানের দল। ডান দিক থেকে লুকাস ভাসকেসের বাড়ানো ক্রসে হেড দিয়ে লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড। অধিনায়ক সের্জিও রামোস দলে ফেরায় জমাট রক্ষণের সঙ্গে আক্রমন ও মাঝমাঠেও রিয়ালকে চেনা রুপে দেখা যায়। ৩১ মিনিটে আরেকটা নিখুঁত হেডে ব্যবধান বাড়ান বেঞ্জামা।
এবার রদ্রিগোর বাড়ানো ক্রসে ঠিকানা খুঁজে নেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। বাকি সময়ে আধিপত্য ধরে রেখেও ব্যবধান বাড়াতে পারেনি রেকর্ড ১৩ বারের ইউরোপ চ্যাম্পিয়ন দলটি। ছয় খেলায় ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে মনশেনগ্লাডবাখের কাছ থেকেই দুই পয়েন্ট ব্যবধানে শীর্ষস্থান কেড়ে নেয় গত মৌসুমের লা লিগা চ্যাম্পিয়নরা।
এদিকে, ‘এইচ’ গ্রুপে মানইউর বিদায়ে লাইপজিগের সঙ্গে আগের দিন নকআউট পর্বের টিকেট পাওয়া পিএসজিও শেষ ম্যাচে বাসাকসেহিরকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
ঘরের মাঠে নেইমারের হ্যাটট্রিক ও এমবাপের জোড়া গোলে ৫-১’এ জয় পায় গত মৌসুমের ফাইনালিস্টরা। ১২ পয়েন্ট নিয়ে লাইপজিগের কাছ থেকে গোল ব্যবধানে শীর্ষস্থান ছিনিয়ে নেয় টমাস টুখেলের দল।
Leave a Reply