রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ১০:৩৯ অপরাহ্ন
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতোই এবার হোটেল থেকে উদ্ধার করা হয়েছে তামিল টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী ভিজে চিত্রার ঝুলন্ত লাশ। চেন্নাইয়ের নসরপেট এলাকার এক হোটেলের রুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরে, ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মৃতদেহটি।
সম্প্রতি চেন্নাইয়ের এক ব্যবসায়ী হেমন্ত রবির সঙ্গে বাগদান হয় চিত্রার। তাঁর হবু স্বামী হেমন্তও ওই হোটেলে ছিলেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেমন্ত জানিয়েছে, রাত ২টা ৩০ মিনিটে শুটিং সেরে হোটেলে ফিরেছিলেন চিত্রা । এরপর ঢুকেছিলেন স্নানঘরে। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে স্নানঘরের দরজায় কড়া নাড়েন হেমন্ত। এরপর হোটেলের কর্মচারীদের সহায়তায় নকল চাবি দিয়ে স্নানঘরের দরজা খুলে দেখা যায় সিলিংয় ঝুলছে চিত্রার দেহ।
তবে, ২৮ বছর বয়সী চিত্রা মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে এক ভিডিও পোস্ট করায় এই মৃত্যুর ঘটনা নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য। ইনস্টাগ্রামে পোস্ট করা স্টোরিতে খুব হাসিখুশি দেখা গেছে তাঁকে। অবশ্য, ঘনিষ্ট একাধিক বন্ধু ও স্বজন জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন চিত্রা।
চিত্রার এই অকালমৃত্যুতে শোকের ছাড়ায় নেমেছে দক্ষিণী টেলিভিশন দুনিয়া। শোকে ভেঙে পড়েছে তার ভক্ত অনুরাগীরা। চিত্রা সামাজিক মাধ্যমে অত্যন্ত সক্রিয় থাকায় বিষাদ ছড়াচ্ছে নেট দুনিয়ায়ও।
এরআগে, চলতি বছরের ১৪ জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এর তিনদিন আগে তাঁর সাবেক ম্যানেজার ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে দিশা সালিয়ান। আগস্টে অভিনেতা সমীর শর্মা লাশ উদ্ধার করা হয় নিজের বাসা থেকে। সেপ্টেম্বরের শুরুতে আত্মহত্যা করেন তেলেগু টিভি অভিনেত্রী শ্রাবণী কোন্দপল্লি।
এর কিছুদিন পর আত্মহত্যা করেন টেলিভিশন সিরিয়ালের অভিনেতা অক্ষত উত্তরাক্ষ এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রাঙ্গনের ভিনেতা থেন্নারাসু। গতমাসে হিমাচল প্রদেশে একটি অবকাশযাপন কেন্দ্রে পাওয়া যায় বলিউড অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত দেহ।
Leave a Reply