বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৬:৩৪ পূর্বাহ্ন
প্রতিবেদক: তৃতীয় দিনের মতো রাজধানীর ফুলবাড়ীয়া মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অবৈধ দোকানের জন্য কেউ টাকা নিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ভুক্তভোগীদের প্রতি আহবান জানান প্রধান সম্পত্তি কর্মকর্তা।এদিকে, দোকান না থাকায় দিশেহারা হয়ে অনেকেই সাময়িকভাবে ফুটপাতেই দোকান খুলে বসেন।
রাজধানীর ফুলবাড়ীয়া মার্কেটের সামনের অংশের মতোই পেছনে নকশা না মেনে নির্মাণ করা দোকানগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় দক্ষিণ সিটি কর্পোরেশন।অবৈধভাবে নির্মাণ করা দোকানের সবগুলোই ছিলো মূলভবনের সঙ্গে জোড়া লাগানো।
মালপত্র সরিয়ে ফেললেও দোকান গুড়িয়ে দেয়ার সময় অনেক দোকান মালিকই উপস্থিত ছিলেন। বৈধ কারো কাগজপত্র থাকলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের করতে বলেন প্রধান সম্পত্তি কর্মকর্তা।
এদিকে, দোকান না থাকায় দিশেহারা অনেকেই উচ্ছেদ শুরুর ঘন্টা খানেক আগে সাময়িকভাবে ফুটপাতেই পসরা সাজান। তাদের এ অবস্থার জন্য অনেকেই দোষারোপ করেন মার্কেট মালিক ও দক্ষিণ সিটির সাবেক মেয়রকে। ক্ষতির হাত থেকে বাঁচতে বর্তমান মেয়রের কাছে সময় চান তারা।
Leave a Reply