মঙ্গলবার, ০৯ অগাস্ট ২০২২, ০৪:০৩ পূর্বাহ্ন
করোনাভাইরাসে ফের মৃত্যুর রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। ২৪ ঘন্টায় মারা গেছে কমপক্ষে তিন হাজার ২৬০ জন করোনা রোগী। এই সময়ের ভেতরে শনাক্তের সংখ্যা দুই লাখ ৯৬ হাজার সাতশ’র ওপরে।
স্থানীয় সময় বুধবার ২৪ ঘন্টায় রেকর্ড মৃত্যুর দিন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা যায় টেক্সাসে। সেখানে ওইদিন মৃত্যুর সংখ্যা কমপক্ষে ২৮৭ জন। মৃতের সংখ্যায় টেক্সাসের পরই আছে পেনসিলভেনিয়া। সেখানে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমপক্ষে ২৬৫। এদিন, শনাক্তের সংখ্যায় শীর্ষে আছে নিউ ইয়র্ক। সেখানে ২৪ ঘন্টায় কমপক্ষে ১০ হাজার ৬০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সার্বিক শনাক্তের সংখ্যায় শীর্ষ থাকা ক্যালিফোর্নিয়ায় এযাবত করোনা ধরা পড়েছে এক কোটি ৪৫ লাখ ৪ হাজারের বেশি মানুষের।
শনাক্ত ও মৃত্যুর তালিকায় প্রথমে থাকা যুক্তরাষ্ট্রে এযাবত করোনা ধরা পড়েছে ১ কোটি ৫৮ লাখ ২২ হাজারের বেশি মানুষের। আরও করোনায় মোট প্রাণহানি ২ লাখ ৯৬ হাজার সাতশ’র ওপরে।
Leave a Reply