সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ১২:১১ অপরাহ্ন
প্রতিবেদক: করোনা ভাইরাসের সংক্রমণে ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৪ জন মারা গেছে। এরমধ্যে পুরুষ ২৩ জন ও ১১ জন নারী। সর্বোচ্চ ২৪ জন মারা গেছে ঢাকায়। এরমধ্যে ৩২ জনের মৃত্যু হয় হাসপাতালে। বাকি দু’জন মারা গেছে বাসায়। এনিয়ে প্রাণঘাতী করোনা মহামারিতে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ২০ জনে পৌঁছালো।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন করে ১২ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষায় ১ হাজার ৩২৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৪ ঘণ্টায় ১০ দশমিক ৫২ শতাংশ এবং সার্বিকভাবে ১৬ দশমিক ৫৪ শতাংশ।
এনিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জনে পৌঁছালো। নতুন করে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৮৫ জন। এযাবত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন চার লাখ ১৭ হাজার ৫০৩ জন।
Leave a Reply