শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩, ০৩:৫৬ অপরাহ্ন
বিনোদন ডেস্ক: সাদা ক্যানভাসে নানা রঙে আঁকলেন গৌতম বুদ্ধের ছবি। আর শুক্রবার রাতে সেই ছবি আঁকার ইনস্টাগ্রাম রিল ভিডিও পোস্ট করলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান ।ভিডিওতে দেখা যাচ্ছে, গৌতম বুদ্ধের ছবি এঁকেছেন তিনি। বুদ্ধর মুখের পাশে গাছের পাতা ছড়িয়ে রয়েছে। তারই একটিতে হলুদ রঙ ভরছেন নুসরত জাহান।
কমেন্ট বক্সে প্রশংসার ছড়াছড়ি। অভিনেত্রী ও সাংসদের এই প্রতিভার কথা জানতেন না অনেকেই।কিন্তু ৮ সেকেন্ডের এই ভিডিওতেও ট্রোলিং তাঁর পিছু ছাড়ল না। ‘ট্রোলিং অফিসিয়াল’ বলে একটি প্রোফাইল থেকে লেখা হল, ‘কোন শিল্পীর আঁকা ছবির উপর ফটোগ্রাফি চলছে?’কেউ বা আবার লিখলেন, ‘বুদ্ধের মুখে হলুদ রং কেন? পুরোটাতেই নীল রং ভরলেন না কেন?’এর কিছু দিন আগেই স্বামী নিখিল জৈনের সংস্থার তৈরি পোশাক পরে ফটোশ্যুট করেছিলেন তিনি।
সেই ক্লিপিং শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেও উড়ে এসেছিল অপমানজনক কিছু মন্তব্য।‘শুধু ফটোশ্যুট করলেই হবে দিদি? কাজও কিছু করুন, বসিরহাটের লোকজন তো আপনার টিকিও খুঁজে পাচ্ছে না কয়েক মাস ধরে!’ সেই প্রশ্নের উত্তর অবশ্য তিনি দিয়েছিলেন কাজ করে।রাজ্য সরকারের নতুন ‘দুয়ারে সরকার’ প্রকল্পে পা মিলিয়েছিলেন সাংসদ। মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন।কিন্তু ছবি আঁকার মতো শিল্পের মাঝেও ট্রোলিং ঠিকই নাক গলাল।
Leave a Reply