সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ১২:২৭ অপরাহ্ন
প্রতিবেদক: বাংলাদেশ শান্তি চায়, তবে সার্বভৌমত্বে আঘাত এলে জবাব দেয়ার প্রস্তুতি থাকতে হবে-বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২০ এর গ্রাজুয়েশন সেরিমনিতে তিনি এ কথা বলনে।
গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, এদেশের উন্নয়নের জন্য বিনিয়োগ দরকার। তাই ‘সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’-এই পররাষ্ট্র নীতিতেই চলবে বাংলাদেশ। নিজের দেশ, আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীকে কাজ করা নির্দেশ দেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, আধুনিক জ্ঞান ও প্রযুক্তি নির্ভর সশস্ত্র বাহিনী গড়ে তোলাই সরকারের লক্ষ্য। ফোর্সেস গোল বাস্তবায়নে তার সরকারের নানা উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনকল্যাণে কাজ করতে হবে। করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
Leave a Reply