শনিবার, ১০ জুন ২০২৩, ০৭:৫৫ অপরাহ্ন
প্রতিবেদক: নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খাঁন শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, গতকাল সোমবার বিকেল ৫টায় জেলা প্রশাসকের সরকারি বাস ভবনে জেলা সিভিল সার্জনের অফিস থেকে স্বাস্থ্য কর্মী এসে নমুনা সংগ্রহ করে। এরপর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে করোনা পরীক্ষা করলে রাতেই নমুনা পরীক্ষার প্রতিবেদনে রির্পোট পজেটিভ আসে।
নমুনা পাঠানোর পর থেকেই জেলা প্রশাসক নিজ বাসাতেই রয়েছেন। পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তাদের সবার রির্পোট নেগেটিভ এসেছে।
নোয়াখালী সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখারের ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
Leave a Reply