April 20, 2021, 2:02 pm
সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ভোরে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান এবং প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী বীর শহীদদের সম্মান জানান। এসময় সশস্ত্রবাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার।
জাতীয় সংসদের স্পিকারের পক্ষে শ্রদ্ধা জানানো হয় এসময়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নেতৃত্বে মন্ত্রিপরিষদ বীর শহীদদের শ্রদ্ধা জানায়। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিচারপতি, ঢাকায় বিভিন্ন দূতাবাসের কুটনৈতিকসহ বিভিন্ন পেশার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর পর ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘সাম্প্রদায়িক শক্তি, স্বাধীনতা বিরোধীরা এখনো সক্রিয়, এখনো তাদের নিশ্চিহ্ন করা যায়নি।’ জাতিকে পরাজিত শক্তির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবার আহ্বান জানান তিনি।রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গন।
Leave a Reply