শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:২১ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন: নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার ( ১৬ ডিসেম্বর ) জেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর একে একে জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও পেশাজীবীসহ বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের জনতা শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান।
জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান, যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, পৌর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুসহ প্রমুখ ।
এছাড়াও নোয়াখালী পৌরসভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল।
কবিরহাট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কবিরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সুন্দলপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান।
Leave a Reply