শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৭:৩৮ পূর্বাহ্ন
সালাহ উদ্দিন সুমন: মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদের অডিটরিয়ামে শতাধিক মুক্তিযোদ্ধাকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়। এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন জেহানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা, সংবর্ধিত অতিথিদের মধ্যে নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন প্রমুখ।
বিকালে নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপিকে ক্রেস্ট প্রদান করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শামছুদ্দিন জেহান।
অতিথিদের উদ্দেশ্যে বক্তারা বলেন,বঙ্গবন্ধুর ডাকে সেদিন মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে না পড়লে আজ বাংলাদেশের জন্ম হতো না। তাই দেশের সর্বস্থানে সব দপ্তরে মুক্তিযোদ্ধাদের সম্মান সবার ওপরে।
Leave a Reply