শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৪৫ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন:নোয়াখালী সদর উপজেলার করমুল্যা বাজারে অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সকাল সাড়ে এগারোটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নেভাতে সক্ষম হয় । পাশের একটি তুলার দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এদিকে, অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকানগুলো পরিদর্শন করেছেন নোয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু।
এসময় নুর আলম সিদ্দিকী রাজু ক্ষতিগ্রস্থ দোকানদারদেরকে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন ।
Leave a Reply