শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৭:৫০ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরে একদল ডাকাতের হামলায় মো. মনির হোসেন (৩২) নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে মনিরের স্ত্রী মিলন বেগম। তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামে এ ঘটনা ঘটে।
মিলন একই এলাকার আলী আহম্মদের ছেলে। তিনি ইট ভাটায় মাটি সরবরাহের কাজ করতেন এবং একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের যুবলীগের সভাপতির দায়িত্ব ছিলেন।
পুলিশ জানায়, মনির হোসেন বৃহস্পতিবার ব্যাংক থেকে দু’লাখ টাকা তুলে ঘরে রাখেন। রাত আড়াইটার দিকে ৮-১০ জনের একদল ডাকাত মনিরের ঘরে হানা দেয়। ডাকাতরা মনির হোসেনের ঘরের ছাদের ওপর দিয়ে ভেতরে প্রবেশ করে ঘরের সবাইকে বেঁধে রাখে। এক পর্যায়ে মনির হোসেন ও তার স্ত্রীকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তারা স্বর্ণালংকার ও নগদ দু’লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুটে নেয়। খবর পেয়ে স্থানীয়রা মনির ও তার স্ত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে মারা যায় মনির।
সদর থানার ওসি আজিজুর রহমান মিয়া জানান, ডাকাতের হামলায় ব্যবসায়ী মনির নিহত ও তার স্ত্রী আহত হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিষয়ে পুলিশি অভিযান অব্যাহত আছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Leave a Reply