শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ন
দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।
সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মনোনয়ন বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এই দফায় ৬১ টি পৌরসভায় মেয়র পদে প্রতিটি পৌরসভায় গড়ে পাঁচজনের বেশী সংশ্লিষ্ট জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদক সাক্ষরিত রেজুলেশনে প্রস্তাবিত প্রার্থীর বাইরে অন্য কারো কাছে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেনি দলটি।
তবে দ্বিতীয় ধাপে এই কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়। তৃণমূল থেকে পাঠানো তালিকা ছাড়াও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাসহ যেকোন কেন্দ্রীয় সিনিয়ার নেতার সুপারিশে আবেদনপত্র কেনার সুযোগ রাখা হয়।
Leave a Reply