শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:৫৯ অপরাহ্ন
প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়া থেকে ২হাজার ৫শত পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার হরনি ইউনিয়নের হাতিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারি মোঃ রাশেদ(৩০) হাতিয়া উপজেলার হরনি ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ জোরখালি গ্রামের ফকর উদ্দিনের ছেলে।
হাতিয়া থানার মোর্শেদবাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল হাসান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোর্শেদবাজার তদন্ত কেন্দ্রের এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশ হরনি ইউনিয়নের হাতিয়া বাজার থেকে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ২৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।হাতিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল খায়ের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply