বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৫১ পূর্বাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লবের পিতার নামে মাসব্যাপী বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক বকুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট খেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টায় নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকায় স্থানীয় নোয়াখালী উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধনী হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক বকুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টটি ব্লু- বার্ডস স্পোটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে খেলার ঘোষণা করেন উদ্বোধক বৃহত্তর নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক বকুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের সম্বয়ক আব্দুল্লা আল মামুন খান ও এমিল সাদেকীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সুজন।
Leave a Reply