রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের প্রকোপ। ডিসেম্বর মাসের শেষার্ধে এসে দেশে শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। বিশেষ করে সবচেয়ে বেশি শীত নেমেছে দেশের উত্তরাঞ্চলে। কয়েকদিন ধরে উত্তরের জেলাগুলোতে বইছে হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। চলতি শীতে প্রথমবারের মতো দেশের তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় কুড়িগ্রামের রাজারহাটে।
দেশের উত্তরপশ্চিমাংশে আগামী তিন দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, দেশে আগামী তিন দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।
শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ ছাড়া শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
Leave a Reply