রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ০৯:১৫ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে শ্রীঘরে গেলেন কথিত প্রেমিক ও তার সহযোগীরা।
শুক্রবার রাতে উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, বসুরহাট পৌরসভা ৪নং ওয়ার্ডের আমির হোসেনের কলেজ পড়ুয়া কন্যাকে (১৮) প্রেমের ফাঁদে ফেলে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মৃত নূর নবীর ছেলে মো: আরমান হোসেন প্রকাশ রাজিব (২৬) গোপনে কিছু অন্তরঙ্গ ভিডিও ধারন করে তার কাছে সংরক্ষন করে রাখে।
গত ২২ ডিসেম্বর ওই ছাত্রীর সঙ্গে মুছাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে জনৈক যুবকের সাথে পারিবারিকভাবে বিয়ে হওয়ার কথা ছিল। এ সংবাদ পেয়ে কথিত প্রেমিক রাজিব ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা গোপন ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং মেয়েটির হবু স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর পরিবারের লোকজনকে ভিডিও দেখিয়ে বিয়ে ভেঙ্গে দেয়ার চেষ্টা করে।
এসময় মেয়েটির হবু স্বামী ও তার বাড়ির লোকজন কথিত প্রেমিক ও তার সহযোগীদের আটক করে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর(১৮) পিতা আমির হোসেন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(১০) (ক)/২৬(১)/২৯(১)/৩৫ ধারায় কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত কথিত প্রেমিক হলেন, উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মৃত নূর নবীর ছেলে মো: আরমান হোসেন প্রকাশ রাজিব(২৬), তার সহযোগী চরফকিরা ইউনিয়নের চরকালী ৩নং ওয়ার্ডের মো: নিজাম উদ্দিনের ছেলে মো: জামান প্রকাশ রিমন(২২) ও বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডের হোসাইন আহমদের ছেলে মো: ইমাম হোসাইন(২৪)। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply