বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৭:০৮ পূর্বাহ্ন
প্রথমবার যুক্তরাজ্য শনাক্তের সপ্তাহ না যেতেই বিশ্বের দেশে দেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে করোনাভাইরাসে নতুন জাত। যুক্তরাজ্যের সাথে বিমান যোগাযোগ বন্ধ করেও রেহাই মেলেনি ফ্রান্স, ডেনমার্ক, নেদারল্যান্ডসের মতো একাধিক দেশের। বেশিরভাগ ক্ষেত্রেই করোনার নতুন জাতটি ছড়িয়েছে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের মাধ্যমে।
গেলো কয়েকদিনে যুক্তরাজ্য থেকে জাপান, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, স্পেন, কানাডা ও নেদারল্যান্ডসে যাওয়া যাত্রীদের শরীরে নতুন জাতের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। জাপানে পাঁচজনের দেহে মিলেছে নতুন জাতের করোনাভাইরাস। ১৬ ডিসেম্বর প্রথমবারের মতো লন্ডন ফেরত এক পাইলট ও এক নারীর শরীরে নতুন জাতের এই করোনাভাইরাস শনাক্ত হয়। এর জেরে সোমবার থেকে যুক্তরাজ্য ফেরত বিমানযাত্রীদের জন্য নয়া বিধিনিষেধ আরোপ করবে জাপান। ফলে, জাপানের নাগরিক নয় এমন ব্যক্তিরা যুক্তরাজ্য থেকে আসতে পারবেন না। এই নিষেধাজ্ঞা বহাল থাকবে পরবর্তী এক মাস পর্যন্ত।
যুক্তরাজ্যে ৭০ গুণ দ্রুতবেগে ছড়াতে সক্ষম করোনাভাইরাসের নতুন জাত শনাক্তের পর ২০ ডিসেম্বর দেশটির সাথে সবার আগে বিমান যোগাযোগ বন্ধের ঘোষণা দেয় নেদারল্যান্ডস। এরপর, ফ্রান্স, জার্মানি, তুরস্কসহ বিশ্বের ৫০টিরও বেশি দেশ যুক্তরাজ্যের সাথে বিমান যোগাযোগে সাময়িক নিষেধাজ্ঞা ছাড়াও নানা বিধিনেষেধ আরোপ করে।
এমন পরিস্থিতির মধ্যেই রবিবার থেকে জোটভূক্ত দেশগুলোয় করোনা ভ্যাকসিন দেয়ার কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। দেয়া হচ্ছে ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনা টিকা। ইউরোপীয় ইউনিয়ন জোটভূক্ত জার্মানিতে প্রথম করোনা টিকা নিয়েছেন প্রবীণ নিবাসে থাকা এদিথ কোইজালা। এই নারীর বয়স ১০১ বছর। সমন্বিত এই টিকাদান কর্মসূচিকে ‘একতার আবেগপ্রবণ বহিপ্রকাশ’ বলেছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন দের লিন
Leave a Reply